SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

বাংলা এক কথায় প্রকাশ (জ-দিয়ে) - Bengali Language One Word Substitution - Bangla Ek Kothay Prokash

জ দিয়ে এক কথায় প্রকাশ, চাকরির জন্য বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, PDF Online Download, App Download
Bengali Language One Word Substitution
বাংলা এক কথায় প্রকাশ
Bengali Language One Word Substitution - বাংলা এক কথায় প্রকাশ Online PDF
বাক্যগুলি শেয়ার করুন
ক্রমজ-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
1.জগতে যার বিশেষ খ্যাতি রয়েছেজগদ্বিখ্যাত
2.জজ বা বিচারকের বৃত্তিজজিয়াতী
3.জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থানপ্রান্তর
3.1.জনশূন্য স্থাননির্জন
3.2.জন্ম থেকে আরম্ভ করেআজন্ম
3.3.জন্মহীন মৃত্যুহীনঅজ
4.জমদগ্নির পুত্রজামদগ্ন্য
5.জরা নেই যারঅজর
6.জল দেয় যেজলদ (মেঘ)
7.জল সেচন করার জন্য গাছের গোড়ায় মাটির ঘেরআলবাল
8.জলই আশ্রয় যারজলৌকা
9.জলখাবার বা জলপানের জন্য দেয় অর্থজলপানি (বৃত্তি)
10.জলময় স্থানঅনুপ
11.জলে চরে যাজলচর
12.জলে ও স্থলে চরে যাউভচর
13.জলে জন্মে যাজলজ
14.জলে দেহ ডুবিয়ে স্নানঅবগাহন
15.জলে মগ্ন স্থানঅনুপ,জলা
16.জয় করার ইচ্ছাজিগীষা
17.জয় করতে ইচ্ছুকজিগীষু
18.জয় করার যোগ্যজেতব্য
19.জয়সূচক উৎসবজয়ন্তী
20.জয়লাভ করতে অভ্যস্ত যেজিষ্ণু
21.জয়ের জন্য যে উৎসবজয়োৎসব
22.জ্বরযুক্ত উদরাময় রোগজ্বরাতিসার
23.জ্বল জ্বল করছে যাজাজ্বল্যমান
24.জ্বলছে যে অর্চি (শিখা)জ্বলদর্চি
25.জহ্নু মুনির কন্যাজাহ্নবী
26.জানা আছে যাজ্ঞাত
27.জানা নেই যাঅজ্ঞাত
28.জানা উচিতজ্ঞেয়
29.জানার ইচ্ছাজিজ্ঞাসা
30.জানতে ইচ্ছুকজিজ্ঞাসু
31.জানায় যেজ্ঞাপক
32.জানিবার যোগ্যজ্ঞাতব্য
33.জানু পর্যন্তআজানু
34.জানু পর্যন্ত লম্বিতআজানুলম্বিত
35.জায়া ও পতিদম্পতি
36.জাহাজের খালাসী/td>লস্কর, লশকর
37.জাহাজের পরিচালককাপ্তেন, কাপ্তান
38.জায়া ও পতিদম্পতি
39.জ্ঞানের সঙ্গে বিদ্যমানসজ্ঞান
40.জীর্ণ করে যাজারক
41.জীবন পর্যন্তআজীবন
42.জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকাউদ্বর্তন
43.জীবিত থাকার ইচ্ছাজিজীবিষা
44.জীবিত থেকেও যে মৃতজীবন্মৃত
45.জেগে আছে যেজাগ্রত
বাংলা এক কথায় প্রকাশ, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, পঞ্চম শ্রেণি, ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি, নবম শ্রেণি, দশম শ্রেণি, একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি, Class 3, Class 4, Class 5, Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, Class 11, Class 12, ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি, ৯ম শ্রেণি, ১০ম শ্রেণি
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS