PC Header
Home
Current Affairs
History GK
Banglarshiksha
About Us
About Us
Contact Us
Terms and Privacy Policy
FLIP SLIDE DISPLAY NONE
RES AD-2
Railway Group D Exam 17 September (Shift-2) Question Paper (Bengali Version)
Railway Group D Exam Paper
17 September, 2018 (Shift-2)
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.1
বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা করা হয়?
সঠিক উত্তর দেখুন
উত্তর - 1875
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.2
ইলেকট্রিক বাল্বের ভিতের কোন গ্যাস ব্যবহার করা হয়?
সঠিক উত্তর দেখুন
উত্তর - আর্গন
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.3
রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল কত বছর?
সঠিক উত্তর দেখুন
উত্তর - 6 বছর
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.4
বঙ্গ ভূষণ পুরষ্কার 2018 কে পেয়েছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তর - আশা ভোঁসলে
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.5
এ বুক অফ লাইট - বইটি কার লেখা?
সঠিক উত্তর দেখুন
উত্তর - পিটার লেভিট
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.6
ভারতের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রীর নাম কী?
সঠিক উত্তর দেখুন
উত্তর - মেনকা গান্ধী
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.7
চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার 2017 - পুরষ্কার কে পেয়েছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তর - রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.8
সেরা সিনেমা হিসাবে অস্কার অ্যাওয়ার্ড জিতল কোন সিনেমা?
সঠিক উত্তর দেখুন
উত্তর - দ্য সেফ অফ ওয়াটার।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.9
পলি উমরিগড় অ্যাওয়ার্ড 2018 কে জিতেছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তর - বিরাট কোহলি।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.10
ISSF ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপ 2019 কোথায় দেশে অনুষ্ঠিত হবে?
সঠিক উত্তর দেখুন
উত্তর - ভারত।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.11
নরওয়ের রাজধানীর নাম কী?
সঠিক উত্তর দেখুন
উত্তর - অসলো।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.12
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে?
সঠিক উত্তর দেখুন
উত্তর - রাজিন্দর সিং।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.13
চার্জ বা তড়িৎ আধানের SI একক কোনটি?
সঠিক উত্তর দেখুন
উত্তর - কুলম্ব।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.14
ব্লিচিং পাওডারের রাসায়নিক সংকেত কী?
সঠিক উত্তর দেখুন
উত্তর - Ca(OCl)Cl or CaOCl2।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.15
রাম সেতু কোথায় অবস্থিত?
সঠিক উত্তর দেখুন
উত্তর - ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী এলাকায়।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.16
সিকিমের রাজ্যপালের নাম কী?
সঠিক উত্তর দেখুন
উত্তর - গঙ্গা প্রসাদ।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.17
নীতি আয়োগের চেয়ারম্যান কে?
সঠিক উত্তর দেখুন
উত্তর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.18
বিহারের রাজ্যপালের নাম কী?
সঠিক উত্তর দেখুন
উত্তর - লালজি টন্ডন।
যে রাজ্যগুলিতে সম্প্রতি নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে সেগুলি হল, সিকিম - গঙ্গাপ্রসাদ চৌরাসিয়া, মেঘালয় - তথাগত রায়, জম্মু ও কাশ্মীর - সত্যপাল মালিক, উত্তরাখণ্ড - বেবি রানী মৌর্য, হরিয়ানা - সত্যদেব নারায়ণ আর্য, ত্রিপুরা - কাপতান সিং সোলাঙ্কি।
Q.19
রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে কত বয়স হতে হয়?
সঠিক উত্তর দেখুন
উত্তর - 30 বছর।
লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স হতে হয় 25 বছর। পরবর্তী শিফটের সাজেশনের জন্য -
এখানে ক্লিক করুন
Q.20
অ্যামাজনের CEO কে?
সঠিক উত্তর দেখুন
উত্তর - জেফ বেজোস।
বাকী কোম্পানিগুলির CEO-দের নাম জেনে নিন -
এখানে ক্লিক করুন।
প্রশ্নগুলি শেয়ার করুন
SHIFT-1
SHIFT-3
পরে আরও প্রশ্ন আপডেট করা হবে
দেখুন রেল গ্রুপ ডি ২০১৮ সাজেশন
প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়
ভারতের ইতিহাস প্রশ্ন-উত্তর বাংলায়