SHARE BOX

FLIP SLIDE DISPLAY NONE

RES AD-2

Kolkata High Court Group D Exam 2018 Answer Key

কোলকাতা হাইকোর্ট গ্রুপ ডি পরীক্ষা ২০১৮
kolkata high court group d 2018 answer key
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.1 পাকিস্তানের রাজধানীর নাম কী?
Q.2 এই রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সীমানার অংশীদার নয়?
Q.3 ক্রিকেটে এক বলে কত রান করা যায়?
Q.4 যদি একটি কল থেকে প্রতি ঘণ্টায় ১০ লিটার জল একটি জলাধারে পড়ে এবং অপর একটি কল থেকে প্রতি ঘণ্টায় ৫ লিটার জল নিষ্কাশিত হয়, তবে ৫০ লিটারের একটি খালি জলাধার পূর্ণ করতে মোট কত সময় লাগবে?

Q.5 ভারতের জাতীয় ফুল কোনটি?
Q.6 ঝিলাম, চেনাব, রাভি, বিপাশা এবং শতদ্রু কোন নদীর উপনদী?
Q.7 ভারতের একমাত্র মহিলা রাষ্ট্রপতির নাম কী?
Q.8 এগুলির মধ্যে কোন প্রাকৃতিক শক্তি থেকে ভারতে বিদ্যুৎ উৎপাদন করা হয়না?
Q.9 এখন আমরা অক্টারলোনি মনুমেন্টকে কী নামে জানি?
Q.10 এদের মধ্যে কোন ব্যাক্তি শাহজাহানের পুত্র নন?
Q.11 উত্তরাখণ্ডের রাজধানী কোনটি?
Q.12 BBD বাগ এর আগেকার নাম কী ছিল?
Q.13 একটি ক্রিকেট খেলা চলার সময় কতজন ব্যাক্তি মাঠে থাকেন?
Q.14 তালকোটোরা স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
Q.15 লছমন ঝুলা কোন রাজ্যে অবস্থিত?
Q.16 এগুলির মধ্যে কোনটি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো নেই?
Q.17 এগুলির মধ্যে কোনটি কোলকাতায় নেই?
Q.18 এঁদের মধ্যে কোন ব্যাক্তি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না?
Q.19 একজন লোক ১৮ বছর বয়সে বিবাহ করে দুই বছরের মধ্যেই সন্তানের বাবা হন। ২০১৮ সালে যদি মেয়ের বয়স বাবার বয়সের অর্ধেক হয় তাহলে মেয়ের বয়স কখন বাবার বয়সের 2/3 অংশ হবে?
Q.20 একজোড়া বালতির প্রতিটিতে ১ গ্রস করে আপেল ছিল। একটি বালক আসিয়া একটি বালতি হইতে ১২ ডজন আপেল তুলিয়া লইল এবং অপর বালতি হইতে ৫ স্কোর আপেল তুলিয়া লইল, তবে সমগ্র বালতিগুলিতে কী পরিমাণ বালতি পড়ে রইল?
Q.21 পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে?
Q.22 ছত্তিসগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার ছাড়া কোন রাজ্যটির অংশ ঝাড়খণ্ডের সীমানার অংশীদার?
Q.23 একটি ফুটবল খেলায়, মাঠে খেলাটির যেকোনো ধাপে কতজন ব্যাক্তি উপস্থিত থাকেন?
Q.24 এদের মধ্যে কোনটি কোলকাতা হাইকোর্ট থেকে দেখা যায়না?
Q.25 আপনি যদি কোলকাতা হাইকোর্টের প্রধান ভবনের সবথেকে উঁচু তলা থেকে নেমে আসেন এবং হেঁটে শতবার্ষিকী ভবনের একতলা থেকে সবথেকে উঁচু তলা (ছাদ নয়) পর্যন্ত ওঠেন, তাহলে কতগুলি তলা আপনি নেমেছেন এবং উঠেছেন?
Q.26 এঁদের মধ্যে কে কোলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি নয়?
Q.27 এই নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়না?
Q.28 মইন-উদ-দৌলা ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
Q29. ভারতের বর্তমান প্রধান বিচারপতি কোন রাজ্যের অধিবাসী?
Q.30 মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি কে?
Q.31 এই প্রাণীগুলির মধ্যে কোনটি আফ্রিকাতে পাওয়া যায় না?
Q.32 2022 সালে কোন দেশে পরবর্তী ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে?
Q.33 আপনি যদি হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন যাওয়ার সবথেকে কম দূরত্বের রাস্তাটা নেন এই রাস্তাগুলির মধ্যে কোনটি আপনাকে পেরোতে হবেনা?
Q.34 এই ভবনগুলির মধ্যে কোনটি কোলকাতা হাইকোর্টের সন্নিকটে নয়?
Q.35 ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
Q.36 এঁদের মধ্যে কে আন্তর্জাতিক ক্রিকেটার নন?
Q.37 কে তাঁর রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে সরিয়ে নিয়ে গিয়েছিলেন?
Q.38 এগুলির মধ্যে কোনটি রাজ্য নয়?
Q.39 ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী কে?
Q.40 হাম্পটি-ডাম্পটি কোথা থেকে পড়ে গেছিল?
Q.41 কোলকাতায় সাম্প্রতিক ভেঙে পড়া সেতুর নাম কী?
Q.42 বন্ধ হওয়া ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় দেবে?
Q.43 কোলকাতা হাইকোর্টের সর্বশেষ বহিরাগত প্রধান বিচারপতি কে ছিলেন?
Q.44 তুফানগঞ্জ শহর কোন জেলায় অবস্থিত?
Q.45 চিলকা লেক কোন রাজ্যে অবস্থিত?
Q.46 যদি 1 মিটার = 1.09 গজ হয় তাহলে কত ফুটে 50 সেমি হবে?
Q.47 যদি একজন ব্যাক্তি জানুয়ারি 1, 1901-এ জন্মগ্রহণ করেন এবং মার্চ 1, 1948-এ মারা যান, তাহলে তাঁর প্রথম ও শেষদিন মিলিয়ে, তিনি কতদিন বাঁচলেন?
Q.48 ভারতের প্রথম মুঘল সম্রাটের নাম কী?
Q.49 ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে, কোলকাতার কোন বাজারে আগুন লেগেছিল?
Q.50 ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে লুকা মদ্রিচ কোন দেশের জন্য খেলেছিলেন?
প্রশ্নগুলি শেয়ার করুন
Comment here

WBCS LIST

FB COMMENTS