SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

Indian History GK In Bengali (Section-1 | Page-3) - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়

ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
Section-1Page-3
History GK In Bengali Page 3
Q.11 গুপ্তদের অধীনে পূর্ব ভারতে বিশ (জেলা) ও গ্রামগুলির মধ্যে কোন মধ্যবর্তী শাসন ব্যবস্থা ছিল?
উত্তর - C ভিথি
ব্যাখ্যা : প্রশাসনের চতুর্থ স্তর ছিল ভিথি। গ্রামসভা ছিল সবচেয়ে নিম্নস্তর। গ্রামের প্রধানকে গ্রামপতি বা গ্রামধ্যক্ষ বলা হত।
Q.12 আলাউদ্দিন খিলজির শাসনকালে দুটি বিশেষ স্মৃতিস্তম্ভ 'জামাতখানা মসজিদ' এবং 'আলাই দরওয়াজা' কোথায় নির্মিত হয়েছিল?
উত্তর - B দিল্লি
ব্যাখ্যা : খলজি বংশের প্রথম সুলতান আলাউদ্দিন খলজির নাম থেকেই এই নাম রাখা হয় আলাই দরওয়াজা বা আলাই গেট। এটি দিল্লির কুতুব কমপ্লেক্সের ভিতরে অবস্থিত।
Q.13 'নির্গ্রন্থ' শব্দটি কার সাথে যুক্ত?
উত্তর - C জৈন
ব্যাখ্যা : 'নির' মানে ব্যতীত, 'গ্রন্থ' মানে গিঁট, সম্পর্ক, সংযুক্তি।
Q.14 কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল?
উত্তর - C 261 খ্রিষ্টপূর্বাব্দ
ব্যাখ্যা : কলিঙ্গ যুদ্ধ খ্রিষ্টপূর্ব ২৬১ সালে সংগঠিত হয়, যখন মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন।
Q.15 গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর - D শ্রীগুপ্ত
ব্যাখ্যা : আনুমানিক 320 থেকে 550 খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল। শ্রীগুপ্ত ধ্রুপদী সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। শ্রীগুপ্ত 'মহারাজা' উপাধি গ্রহণ করেছিলেন।
WBCS LIST
FB COMMENTS