SHARE BOX

FLIP SLIDE DISPLAY NONE

RES AD-2

Indian History GK In Bengali (Section-1 | Page-5) - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়

ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
Indian History GK In Bengali
Q.21 নিখিল ভারত মুসলিম লীগ কার নেতৃত্বে স্থাপিত হয়?
উত্তর - C উপরের সবকটি
ব্যাখ্যা : নিখিল ভারত মুসলিম লীগ (All India Muslim League),৩০ ডিসেম্বর, ১৯০৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতের রাজনৈতিক দল যা বৃটিশ ভারত এবং ভারত উপমহাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান তৈরির পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। এই দলের বিশিষ্ট নেতাদের মধ্যে মুহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলি খান, খাজা নাজিমুদ্দিন, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা এ. কে. ফজলুক হক অন্যতম।
Q.22 "ব্রহ্মদেয়" কথাটি প্রথম কোথায় ব্যবহার করা হয়?
উত্তর - C প্রাক-গুপ্তযুগের শিলালিপি
ব্যাখ্যা : ব্রহ্মদেয় কথার অর্থ ব্রাহ্মণকে দেওয়া। মধ্যযুগীয় ভারতে ব্রাহ্মণদের করবিহীন জমি বা একটি সম্পূর্ণ গ্রাম দান করা হত।
Q.23 দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিলেন?
উত্তর - A চালুক্য
ব্যাখ্যা : দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। দ্বিতীয় পুলকেশী প্রায় সমগ্র দক্ষিণ ভারত তার রাজ্যভুক্ত করেন। দুর্ভাগ্যক্রমে তিনি ৬৪২ খ্রিস্টাব্দে কাঞ্চির পল্লব বংশীয় রাজা নরসিং বর্মণের সঙ্গে যুদ্ধে পরাজিত ও নিহত হন।
Q.24 "তোলকাপ্পিয়াম" কোন সময়ের সাথে সম্পর্কযুক্ত?
উত্তর - B দ্বিতীয় সঙ্গম কাল
ব্যাখ্যা : তোলকাপ্পিয়াম হল তামিল ভাষার ব্যাকরণ এবং তামিল সাহিত্য ও ভাষাতত্ত্বের প্রাচীনতম কাজ।
Q.25 বৈদিক যুগে ইন্দ্র কীসের দেবতা ছিলেন?
উত্তর - C বৃষ্টি এবং বজ্র
ব্যাখ্যা : ইন্দ্র হলেন হিন্দুধর্মের বৈদিক দেবতা। বেদের মধ্যে ইন্দ্র হলেন স্বর্গ ও দেবদেবীর রাজা। আবার তিনি আকাশ, বজ্র, বজ্রধ্বনি, ঝড়, বৃষ্টিপাত এবং নদী প্রবাহের দেবতা। তাঁর হাতির নাম ঐরাবত।
প্রশ্নগুলি শেয়ার করুন

WBCS LIST

FB COMMENTS