SHARE BOX

FLIP SLIDE DISPLAY NONE

RES AD-2

January 2020 (2nd Week) Current Affairs In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
সবার সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ
01.উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষার জন্য কোন হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে?

উত্তর - দামিনী।
ভয়েস কল এবং হোয়াটস অ্যাপ দুই ভাবেই ব্যবহার করা যাবে এই সার্ভিস। এই সার্ভিসের নম্বরটি হল 8114277777 ।
02.২০২০ সালে গুজরাটে সিংহ গণনায় কয়টি ক্যামেরা ব্যবহার করা হবে?

উত্তর - ১০,০০০ টি।
ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এই গণনা করে। ২০১৫ সালের গণনায় গুজরাটে ৫২৩ টি সিংহ ছিল। ২০২০ সালে সেই সংখ্যা ১০০০ ছাড়াবে আশা করা হচ্ছে।
03.মস্কোয় অনুষ্ঠিত ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৯ প্রতিযোগিতায় জয়ী হলেন কারা?

উত্তর - কাটেরিনা লাগনো (Kateryna Lagno) এবং ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)।
মহিলা বিভাগে রাশিয়ার কাটেরিনা লাগনো এবং পুরুষ বিভাগে নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
04.খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০ কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - আসামের গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে।
অনূর্ধ্ব ১৭ এর স্কুল স্টুডেন্টস এবং অনূর্ধ্ব ২১ এর কলেজ স্টুডেন্টসদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
05.নীতি আয়োগ দ্বারা প্রকাশিত Sustainable Development Goals 2019-20 এর লিস্টে কোন রাজ্য প্রথম স্থানে আছে?

উত্তর - কেরালা।
সর্বনিম্ন স্থান পেয়েছে বিহার।
06.জাতীয় আদিবাসী নৃত্য উৎসব (National Tribal Dance Festival) কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে।
07.অন্ধ্রপ্রদেশ পুলিশ মহিলাদের সুরক্ষার জন্য কোন মোবাইল অ্যাপ চালু করেছে?

উত্তর - DISHA ।
সেই সাথে রাতের সময় মহিলা এবং বয়স্কদের জন্য বিনামূল্যে পরিবহন করার সুবিধা দেওয়া হবে।
08.ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো কোথায় তাদের দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্রটি স্থাপন করতে চলেছে?

উত্তর - তামিলনাড়ুর তুতিকোরিনে।
09.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ জানুয়ারি ২০২০ তারিখে কয়টি নতুন DRDO ল্যাবরেটরি স্থাপন করলেন?

উত্তর - ৫ টি।
DRDO - Defence Research and Development Organisation।
10.ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কী?

উত্তর - সুরেশ চন্দ্র শর্মা।
11.সম্প্রতি কোন বিখ্যাত কার্টুনিস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন?

উত্তর - বিকাস সাবনিস (Vikas Sabnis)।
12.একটি উন্নত বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করার জন্য আর্মি ডিজাইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কে?

উত্তর - মেজর অনুপ মিশ্র (Anup Mishra)।
13.সম্প্রতি RBI দৃষ্টিশক্তি হীন ব্যাক্তিদের কারেন্সি নোট চিনতে সাহায্য করতে কোন মোবাইল অ্যাপ চালু করল?

উত্তর - MANI - Mobile Aided Note Indentifier ।
14.২০২০ দিল্লি বিশ্ব বই মেলার থিম কী ছিল?

উত্তর - Gandhi: The Writer's Writer ।
15.২০১৯ কোস্টা চিলড্রেন বুক অ্যাওয়ার্ড পেলেন কে?

উত্তর - যশবিন্দার বিলান।
তিনি এই পুরষ্কার পেলেন তাঁর লেখা "আশা অ্যান্ড দ্য স্পিরিট বার্ড" উপন্যাসের জন্য।
16.ভারতের সপ্তম জাতীয় মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল?

উত্তর - লাদাখের মহিলা হকি টিম।
17.মহাকাশ গবেষণায় ভারতের সাথে সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করল কোন দেশ?

উত্তর - মঙ্গোলিয়া।
মঙ্গোলিয়ার রাজধানী হল উলানবাটর।
18.স্পেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর - পেদ্রো সানচেজ।
19.ভারতের দ্বিতীয় জাতীয় জি.এস.টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - নিউ দিল্লিতে।
20.৩১ তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - গুজরাটের সবরমতী নদীর সামনে ৭ জানুয়ারি, ২০২০।
21.বিক্রম সারাভাই শিশু উদ্ভাবন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে?

উত্তর - গুজরাট।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই কথা ঘোষণা করেছেন।
22.ক্রোয়েশিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে?

উত্তর - জোরান মিলানোভিক।
তাঁর আগে রাষ্ট্রপতি ছিলেন কোলিন্দা গ্রাবার।
23.প্যারিস বইমেলা ২০২০ তে সম্মানিত অথিতি দেশ হিসাবে কার থাকার কথা ছিল?

উত্তর - ভারত।
করোনা ভাইরাস বিপর্যয়ের কারনে প্যারিস বইমেলা বাতিল করা হয়েছে।
24.৬৩ তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতলেন কে?

উত্তর - উত্তরপ্রদেশের সৌরভ চৌধুরী।
25.সুকন্যা প্রোজেক্টের কত তম সংস্করণ চালু করল কলকাতা পুলিশ?

উত্তর - তৃতীয়।
কলকাতা শহরের স্কুল-কলেজের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রোজেক্টে।
26.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা কোন বই প্রকাশ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ?

উত্তর - কর্মযোদ্ধা গ্রন্থ।
27.ATP Cup 2020 টেনিস টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - অস্ট্রেলিয়ায়।
চ্যাম্পিয়ন হল সার্বিয়া। ফাইনালটি হয় সার্বিয়া ও স্পেনের মধ্যে।
28.সর্দার বল্লভ ভাই প্যাটেলের দ্বিতীয় উচ্চতম মূর্তিটি কে নকশা করেছেন?

উত্তর - পদ্মভূষণ রাম ভাঁনজি সুতার।
দ্বিতীয় মূর্তিটি স্থাপন করা হয়েছে আমেদাবাদে। গুজরাটের নর্মদা জেলায় স্থাপিত স্ট্যাচু অফ ইউনিটির নকশাও তিনিই করেছিলেন।
29.গোল্ডেন গ্লোব ২০২০ এর মোশন পিকচার ড্রামা বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পেলেন কে?

উত্তর - জোয়াকিন ফিনিক্স।
জোকার সিনেমায় অভিনয় করার জন্য তিনি এই পুরষ্কার পেলেন।
30.কোথায় অনুষ্ঠিত হল "জো কুটপুই" উৎসব?

উত্তর - মিজোরাম।
মিজোরামের রাজধানী হল আইজল এবং মুখ্যমন্ত্রী হলেন জোরামথাঙ্গা।
সবার সাথে শেয়ার করুন
Comment Below

WBCS LIST

FB COMMENTS