SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

January 2020 (4th Week) Current Affairs In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
সবার সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ তথ্য সমূহ
01.ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োজিত হয়েছেন কে?

উত্তর - মাইকেল দেবব্রত পাত্র।
তিনি ৩ বছরের জন্য নিয়োজিত হলেন।
02.২৯ তম সরস্বতী সম্মান কাকে দেওয়া হল?

উত্তর - সিন্ধি লেখক ভাসদেব মহি (Vasdev Mohi)।
তাঁর ছোটগল্প সংকলন 'চেকবুক' এর জন্য ২৯ তম সরস্বতী সম্মান তিনি পেলেন। এই গল্পের সংকলনে তিনি সমাজের প্রান্তিক শ্রেণীর যন্ত্রণা ও দুর্দশা সম্পর্কে লিখেছেন।
03.বছরের সেরা ক্রিকেটার হিসাবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ২০১৯ কাকে দেওয়া হল?

উত্তর - ইংল্যান্ডের বেন স্টোকস।
বিগত ২০১৭ এবং ২০১৮ সালে পরপর দুবার এই পুরষ্কার জিতেছিলেন বিরাট কোহলি।
04.রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর - মিখাইল মিশুস্তিন।
১৫ জানুয়ারি ২০২০ তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন মিখাইল মিশুস্তিন। রাশিয়ার রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন।
05.কোথায় অনুষ্ঠিত হল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২০?

উত্তর - গোয়ার পানাজিতে।
১৫ জানুয়ারি থেকে শুরু করে ১৮ জানুয়ারি পর্যন্ত এই চার দিনের এই উৎসব উদ্বোধন করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
06.ভারতের ন্যাশনাল বুক ট্রাস্টের (NBT) ডিরেক্টর নিয়োজিত হলেন কে?

উত্তর - লেফটেন্যান্ট কর্নেল যুবরাজ মালিক।
তাঁর আগে এই পদে ছিলেন রিতা চৌধুরী। ন্যাশনাল বুক ট্রাস্ট স্থাপিত হয় ১৯৫৭ সালে। এটি কাজ করে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে।
07.দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?

উত্তর - ভারতের গ্র্যান্ড মাষ্টার অভিজিৎ গুপ্ত।
ফাইনাল রাউন্ডে তিনি বেলারুশের আলেকসেজ আলেক্সান্দ্রভকে হারান।
08.কার ৮২ তম জন্মদিনে ইন্ডিয়া পোস্ট তাঁর নামাঙ্কিত একটি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করল?

উত্তর - ভারতের প্রাক্তন ফুটবলার চুনি গোস্বামী।
১৯৬২ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে চুনি গোস্বামীর নেতৃত্বে ভারতের ফুটবল টিম গোল্ড জিতেছিল।
09.নভেম্বর ২০১৯-এ TRAI এর রিপোর্ট অনুসারে ভারতে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে কোন টেলিকম কোম্পানির?

উত্তর - রিলায়েন্স জিও।
জিওর সাবস্ক্রাইবারের সংখ্যা হল ৩৬.৯ কোটি। ভোডাফোনের সাবস্ক্রাইবারের সংখ্যা হল ৩৩.৬২ কোটি এবং এয়ারটেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হল ৩২.৭৩ কোটি।
10.2019 ICC Men's Emerging Cricketer হিসাবে মনোনীত হয়েছেন কে?

উত্তর - অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন (Marnus Labuschagn)।
11.সমুদ্রের জল থেকে হাইড্রোজেন জ্বালানী উৎপাদন করা সম্ভব হবে এমন ডিভাইস উদ্ভাবন করল কারা?

উত্তর - IIT মাদ্রাজের গবেষকরা।
এই ডিভাইস ভবিষ্যতে দূষণ মুক্ত জ্বালানীর সরবরাহে কাজে লাগবে।
12.উত্তরাখণ্ডের রেলের সাইনবোর্ডগুলিতে এখন থেকে ইংরেজি ও হিন্দির সাথে তৃতীয় ভাষা হিসাবে থাকবে কোনটি?

উত্তর - সংস্কৃত।
এতদিন সেখানে উর্দু ব্যবহৃত হত। রেলের নিয়ম অনুসারে সাইনবোর্ডে ইংরেজি ও হিন্দির সাথে সেই রাজ্যের দ্বিতীয় ভাষা (Second Official Language) লেখা থাকে। উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা হল সংস্কৃত। প্রথম ভাষা হল হিন্দি।
13.অন্ধ্রপ্রদেশের জুডিশিয়াল রাজধানী করা হল কোন জায়গাকে?

উত্তর - কুর্নুল (Kurnool)।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS জগন মোহন রেড্ডি ২০ জানুয়ারি এই প্রস্তাবে অনুমোদন দেন। বর্তমানে অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী, এক্সিকিউটিভ রাজধানী হল বিশাখাপত্তনম, জুডিশিয়াল রাজধানী হল কুর্নুল এবং লেজিসলেটিভ রাজধানী হল অমরাবতী।
14.টাটা মুম্বাই ম্যারাথন ২০২০ প্রতিযোগিতায় জয়ী হলেন কারা?

উত্তর - দেরারা হুরিসা (Derara Hurisa) এবং আমানে বেরিসো (Amane Beriso)।
পুরুষ বিভাগে ইথিওপিয়ার দেরারা হুরিসা এবং মহিলা বিভাগে ইথিওপিয়ার আমানে বেরিসো। ইভেন্ট অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকার প্রাক্তন জিমন্যাস্ট শ্যানন মিলার (Shannon Miller)।
15.সুপ্রিমকোর্টের রোড সেফটি কমিটির বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর - সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারক এ. এম. সাপরে (A M Sapre)।
16.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে আছেন?

উত্তর - চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি (Challa Sreenivasulu Setty)।
17.অস্ট্রিয়ায় অনুষ্ঠিত মেটন কাপ আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে গোল্ড জিতলেন কারা?

উত্তর - অপূর্বি চণ্ডেলা (Apurvi Chandela) এবং দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar)।
18.পাকিস্তানের নতুন চিফ ইলেকশন কমিশনারের নাম কী?

উত্তর - সিকান্দার সুলতান রাজা (Sikandar Sultan Raja)।
19.ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সোশ্যাল মোবিলিটি ইনডেক্সে ভারতের র‍্যাঙ্ক কত?

উত্তর - ৮২ টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ৭৬ তম স্থানে।
ডেনমার্ক রয়েছে সবচেয়ে উপরে।
20.গ্রিনপিস ইন্ডিয়ার ২১ জানুয়ারি ২০২০ এর রিপোর্ট অনুযায়ী বায়ুদূষণের পরিমাণে ভারতের সবচেয়ে দুষিত শহর কোনটি?

উত্তর - ঝাড়খণ্ডের ঝরিয়া।
21.২০২০ সালে আন্তর্জাতিক শিক্ষা দিবসের (International day Of Education) থিম কী ছিল?

উত্তর - Learning for People, Planet, Prosperity, and Peace অর্থাৎ মানুষ, গ্রহ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শিক্ষা।
আন্তর্জাতিক শিক্ষা দিবস প্রতিবছর ২৪ জানুয়ারি পালন করা হয়।
22.সম্প্রতি স্পেনের উপকূলবর্তী এলেকায় কোন বিধ্বংসী ঝড় আছড়ে পড়েছিল?

উত্তর - গ্লোরিয়া।
এই বিধ্বংসী ঝড়ে ১২ জন নিহত হয়েছেন। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী হলেন পেদ্রো সানচেজ।
23.কতগুলি শিশুকে বাল শক্তি পুরষ্কার ২০২০ প্রদান করা হল?

উত্তর - ৪৯ জন।
উদ্ভাবন, সমাজসেবা, বিদ্যালয়, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং সাহসিকতার ক্ষেত্রে পুরষ্কারগুলি দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ পুরস্কারগুলি প্রদান করেন।
24.২০২০ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কাকে আমন্ত্রণ করা হয়েছিল?

উত্তর - ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Messias Bolsonaro)।
25.২০১৮-১৯ বর্ষে শাকসবজি উৎপাদনে প্রথম রাজ্য হয়েছে কোনটি?

উত্তর - পশ্চিমবঙ্গ (West Bengal)।
এই সময়ে পশ্চিমবঙ্গের শাকসবজি উৎপাদনের পরিমাণ হল ২৯.৫৫ মিলিয়ন টন। উত্তরপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে।
26.অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির নতুন সংস্করণে কতগুলি নতুন ভারতীয় ইংরেজি শব্দ সংযুক্ত হয়েছে?

উত্তর - ২৬ টি।
শব্দগুলির মধ্যে রয়েছে - Aadhaar, Chawl, Dabba, Hartal, Shaadi ইত্যাদি।
27.কোন ওয়েব সিরিজ সবচেয়ে বেশি সংখ্যক সঙ্গীতশিল্পীকে একসাথে পারফর্ম করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে?

উত্তর - দ্য ফরগটেন আর্মি।
ওয়েব সিরিজটির পরিচালক হলেন কবির খান। অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ করে এটি।
28.সম্প্রতি প্রয়াত হলেন সুনিতা চন্দ্রা, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

উত্তর - হকি।
ভারতের মহিলা হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন তিনি।
29.2020 Grammy Awards-এ একজন ব্যাক্তি হিসাবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জিতলেন কে?

উত্তর - বিলি এলিশ (Billie Eilish)।
৫ টি বিভাগে পুরষ্কার পেয়েছেন তিনি। সেগুলি হল - Album of The Year, Record of The Year, Best New Artist, Song of The Year, and Best Pop Vocal Album ।
30.ঘূর্ণিঝড় ডায়ানের কারনে কোন দ্বীপের জনগণ ক্ষতিগ্রস্ত হল?

উত্তর - মাদাগাস্কার।
ভারতীয় নৌবাহিনী মাদাগাস্কারের ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তার জন্য অপারেশন ভ্যানিলা চালু করে।
সবার সাথে শেয়ার করুন
Comment Below
WBCS LIST
FB COMMENTS