SHARE BOX

FLIP SLIDE DISPLAY NONE

RES AD-2

October 2018 (SET-3) | Current Affairs In Bengali (কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়) PDF Download

অক্টোবর 2018 - কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.21 ভারতীয় রেলের ৩১ তম চেস টুর্নামেন্ট কোন শহরে অনুষ্ঠিত হল?
উত্তর - D তিরুচিরাপল্লি
ব্যাখ্যা : চারদিনের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হল তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে ৩ অক্টোবর ২০১৮। উদ্বোধন করেছিলেন দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার আর কে কুলশ্রেষ্ঠ।
Q.22 ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত মানুষদের সাহায্য করার জন্য ভারত কোন অপারেশন চালু করেছে?
ব্যাখ্যা : ভারতীয় বায়ুসেনার সি-১৩০ জে বিমানের সাহায্যে ৩৭ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়। পাঠানো হয় ত্রাণ সামগ্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর মধ্যে ১ অক্টোবর টেলিফোনে কথাবার্তা হয়। তারপরই ‘অপারেশন সমুদ্র মৈত্রী’-র সূচনা।
Q.23 চতুর্থ ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব (India International Science Festival) ২০১৮ কোথায় অনুষ্ঠিত হল?
ব্যাখ্যা : ৫ অক্টোবর উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে শুরু হয় বিজ্ঞান উৎসব। এবছরের থিম ছিল “Science for Transformation”।
Q.24 ২০১৮ সাফাইগিরি সম্মেলনে ভারতের কোন স্থান সবথেকে পরিষ্কার ধর্মীয় স্থান হিসেবে ঘোষিত হয়েছে?
ব্যাখ্যা : এই মন্দিরটি অবস্থিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা শহরে। গান্ধী জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে সাফাইগিরি সম্মেলনের আয়োজন করেছিল ইন্ডিয়া টু ডে গ্রুপ।
Q.25 ২০১৮ সালের বিশ্ব শিক্ষক দিবসের থিম কী ছিল?
ব্যাখ্যা : ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
Q.26 ভারতের নতুন চিফ স্ট্যাটিস্টিসিয়ান বা মুখ্য পরিসংখ্যানবিদ কে হলেন?
ব্যাখ্যা : ২০০৫ সালে ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশন (National Statistical Commission) গঠন করা হয়।
Q.27 ভারতের প্রথম মিথানল কুকিং ফুয়েল প্রোগ্রাম কোন রাজ্যে চালু করা হয়েছে?
ব্যাখ্যা : আসাম পেট্রোক্যামিকেলস লিমিটেড(এপিএল)রন্ধন গ্যাসের বিকল্প হিসেবে মিথানলের ব্যবহার নিয়ে ৫ অক্টোবর থেকে এই পাইলট প্ৰকল্প শুরু করেছে। মিথানল অথবা মিথাইল অ্যালকোহল হল এলপিজি এর একটি বিকল্প,যা রান্নার খরচ কমাতে সাহায্য করবে। আসামের রাজধানী দিসপুর এবং মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সনোয়াল।
Q.28 ইউনাইটেড নেশনের নিরস্ত্রীকরণ সম্মেলনে (Conference on Disarmament) ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
ব্যাখ্যা : পঙ্কজ শর্মা হলেন ভারতের বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের জয়েন্ট সেক্রেটারি। প্রতিবছর তিনবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় জেনেভায়।
Q.29 নাগাল্যান্ডের গান্ধী নামে কে পরিচিত ছিলেন?
ব্যাখ্যা : ৭ অক্টোবর ২০১৮ আসামের গুয়াহাটিতে প্রয়াত হয়েছেন গান্ধীবাদী নটবর ঠাক্কার। তিনি নাগাল্যান্ড গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে নটবর ঠাক্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
Q.30 কোন ভারতীয় খেলোয়াড় IBSF বিশ্ব অনূর্ধ্ব ১৬ স্নুকার চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন?
ব্যাখ্যা : বেলারুশের আলবিনা লেসচুক কে ৩-১ ফলাফলে হারালেন তিনি। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে।




Important Links



WBCS LIST

FB COMMENTS